আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বর্তমান এডহক কমিটির আহবায়ক ও কোমারপুর হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর দীঘিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাতাব হোসেন মন্ডল (৮৫) শুক্রবার (৭ নভেম্বর) বেলা দেড় টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।
তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে নাতনীসহ বহু গুনগ্রাহি রেখে গেলেন।
পরদিন শনিবার (৮ নভেম্বর বেলা ১১টায় ওই গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাতাব হোসেন মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়ার পর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মোহাতাব হোসেন মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার, ছাতিয়ানগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব আলী, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান। #

















