আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৩ জনের জেল জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে আদমদীঘির সান্তাহার ও ছাতিয়ানগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুববা হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী ও ছাতিয়ানগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৩ জনকে আটক করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত আদমদীঘির বশিপুর হিন্দুপাড়ার দীলিপ চন্দ্র সরকারের ছেলে সজল চন্দ্র সরকার (২০) ও একই এলাকার সুশিল সরকারের ছেলে সুশান্ত সরকার (১৯) কে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং ইয়ার্ড কলোনীর নুরুল ইসলামের ছেলে নুর আলম বাবু (২৫) কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.