আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিন জনের জেল জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে তিন জন মাদক সেবনকারীকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলাবার (২২ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাদের আটক করে আদালতে উপস্থিত করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন সাত দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার ৫০০টাকা জরিমানা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- সান্তাহার ইয়র্ডকলোনী এলাকার সেকেন্দার আলীর ছেলে আব্দুর রহিম পুটু (২৫), নওগাঁর সর্দারপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রিমন হোসেন (২৪) ও একই জেলার জগোশিনপুর গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে মিলন চৌধুরী (৫৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন বিটিসি নিউজকে জানান, গতকাল মঙ্গলবার আদমদীঘির সান্তাহার সাইলো রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদক সেবনকারীকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন ঘটনা স্থলে আটককৃত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০টাকা জরিমানার আদেশ প্রদান করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.