BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আদমদীঘিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় আদমদীঘি ইশ্বর পূর্ন জয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার উপ-পরিচালক জিল্লুর রহমান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘ক’ সার্কেলের পরিদর্শক সামছুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন. আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি বনাম নন্দীগ্রাম মাস্টার ফুটবল একাডেমি। খেলায় আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি ৩-০ গোলে নন্দীগ্রাম মাস্টার ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয়।

উল্লেখ্য: মাদক থেকে বিরত রাখার লক্ষে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ