আদমদীঘিতে মাইক্রোসহ ৯জন মাতাল গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া থেকে মদ্যপায় অবস্থায় মাইক্রো যোগে নওগাঁর উদ্যেশ্যে যাবার সময় আদমদীঘি থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে একটি মাইক্রোসহ ৯জন মাতালকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। গ্রেফতারকৃতরা হলো নওগাঁর ধামইরহাট উপজেলার বলরামপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে আব্দুল রহিম (৪২), সাদেকুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩২), পশ্চিম চাঁদপুর গ্রামের নুর আহম্মদ মন্ডলের ছেলে মতিয়ার রহমান (৩০), সিলিমপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে হাসিনুর রহমান (৩৪), ভগবানপুর গ্রামের আফতাফ উদ্দিনের ছেলে মোর্শারফ হোসেন (৩৪), গিয়াস উদ্দিনের ছেলে এফাজুল (৩০), ভেরম গ্রামের মহসিন হোসাইনের ছেলে আবু মুসা (২৮) ও মহাদেবপুর উপজেলার গাড়–য়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে সানোয়ার হোসেন (৪০)।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মিনার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ বিটিসি নিউজকে জানায়, গতকাল শুক্রবার রাতে একটি ঢাকামেট্রো-চ-৫৪-১২৮৩ নম্বরের একটি মাইক্রো যোগে বগুড়া থেকে ৯জন আরোহি মদ্যপান অবস্থায় মাতলামি করতে করতে নওগাঁর উদ্যেশ্যে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত সাড়ে ৯টায় মহাসড়কের আদমদীঘির বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে ওই নম্বরের মাইক্রোকে ব্যারিকেট দিয়ে আটকিয়ে উল্লেখিত আসামীদের মাতাল অবস্থায় মাইক্রোসহ আটক ও কিছু নেশা সামগ্রীর আলামত জব্দ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো:হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.