আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের এক মাসে ৪০ হাজার টাকা জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমনের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রায় এক মাসে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক।

ভ্রাম্যমান আদালত সুত্রে বলা হয়, করোনাভাইরাস সংক্রমনে সরকারি বিধি মোতাবেক মাস্ক না পড়া, স্বাস্ত্যবিধি না মানা বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান চালানোসহ নানা অপরাধে গত প্রায় এক মাসে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক আজ সোমবার আইনশৃংখলা কমিটির মাসিক জুম অ্যাপের সভায় এ তথ্য প্রকাশ করেন। তিনি সকল নাগরিককে সরকারি বিধি নিষেধ মেনে চলা, বৈধ কাগজপত্রসহ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও উপজেলা মাদক মুক্ত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.