আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা আদায়


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাস্ক ব্যবহার না করে খাবার পরিবেশন করা ও বাল্য বিয়ে দেয়ার অপরাধে ১১হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুরে আদমদীঘি সদর ও চাপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
ভ্রাম্যমান আদালত জানায়, সরকারী নির্দেশনা না মেনে মাস্ক ব্যবহার না করে খাবার পরিবেশন করায় আদমদীঘি বাসট্যান্ডে ভাই ভাই হোটেল ও কনফেকশনারীর দুই জন কর্মচারির ১হাজার ৩০০টাকা। এবং চাপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের বাবা মুনসুর আলীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় জানান, মাস্ক ব্যবহার না করে খাবার পরিবেশন করা ও বাল্য বিয়ে দেয়ার অপরাধে তিন জনের মোট ১১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.