আদমদীঘিতে ব্যবসায়ী হত্যা, ৬ জনের বিরুদ্ধে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরধরে রবিউল ইসলাম মিঠু (৪৬) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ঘটনায় ৬জনকে আসামী করে মামলা হয়েছে।

গতকাল রোববার বিকেলে নিহত রবিউল ইসলাম মিঠুর স্ত্রী মাহবুবা বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে আসামী করা হয়েছে- আদমদীঘির অন্তাহার মন্ডলপাড়ার ফন্নি, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে মেহেদী, ভাই মোসলেম উদ্দিন, জামিল হোসেন ও তার স্ত্রী ফাইমা বেগম।

এরমধ্যে গতকাল রোববার মরিয়ম বেগম ও ফাইমা বেগমকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।

উল্লেখ্য, গতকাল রোববার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার মন্ডলপাড়ায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরধরে একই এলাকার হাজি মোহাম্মাদ আলীর ছেলে কীটনাশক ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠুকে পিটিয়ে হত্যা করা হয়।

এদিকে পুলিশ এজাহারভুক্ত দুই নারীকে গ্রেফতার করলেও মুলহোতা ফন্নি তার ভাই মোসলেম জামিলসহ অপর আসামীদের এখনও গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্তকারি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, অপর আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.