আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে আদমদীঘি উপজেলা সভাকক্ষে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির ইউপিসি তরিকুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী বিশ্বাস, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, ইউনিয়ন যুব কমিটির সভাপতি জুয়েল রানা, ব্যবসায়ী বাপ্পি ও সঙ্গীত শিল্পী সাগর আলী প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সেরা স্বেচ্ছাব্রতী শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শককে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও নাটক মনস্থ করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.