আদমদীঘিতে বেডো‘র বয়স্ক ভাতার টাকা বিতরন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: এনজিও সংস্থা বেডো‘র উদ্যোগে প্রবীন জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসুচীর আওতায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দরিদ্র ৭৫জন বয়স্ক পুরুষ ও মহিলাদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা আজ বুধবার দুপুরে কালাইকুড়ি ক্লিনিকে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কমিটির সভাপতি জালাল উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেডো‘র প্রোগ্রাম অফিসার আব্দুল আল মুফতি, ইপিসি মোহাম্মাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে দরিদ্র ৭৫ বয়স্ক পুরুষ ও নারীদের মাঝে প্রতিমাসে ৬শত টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রবীন জনগোষ্ঠির নেতৃবর্গ উপস্থিত ছিলেন। কতৃপক্ষ জানান, এই ৭৫জন বয়স্ক ব্যক্তিরা বেডো‘র মাধ্যমে আজীবন ভাতা পাবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো:হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.