আদমদীঘিতে বিষাক্ত গ্যাসবড়ি সেবনে ভাংড়ি ব্যবসায়ীর মৃত্যু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে শান্ত (২৪) নামের এক ভাংড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত শান্ত আদমদীঘির কুসুম্বী গ্রামের মোবারক আলীর ছেলে।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানাযায়, আদমদীঘির কুসুম্বী গ্রামের ভাংড়ি ব্যবসায়ী শান্ত পারিবারিক কলহের কারনে আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সান্তাহারে পশ্চিম ঢাকারোড গোল চত্বর এলাকায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসেচতন অবস্থায় পড়ে ছিল।
এসংবাদ পেয়ে তার বাড়ির লোকজন শান্তকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শান্ত মারা যায়।
ওসি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.