আদমদীঘিতে বিষাক্ত গ্যাসবড়ি সেবনে গৃহবধুর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  পারিবারিক কলহের জেরধরে অভিমানে রাবেয়া বেগম ওরফে শিউলি (২৩) নামের এক গৃহবধু বিষাক্ত গ্যাসবড়ি সেবনে আত্মহত্যা করেছে।

রাবেয়া বেগম শিউলি আদমদীঘির তালশন গ্রামের একরাম হোসেনের মেয়ে ও নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের মাহবুবুর আলমের স্ত্রী।

নিহতের বাবা একরাম হোসেন বিটিসি নিউজকে জানায়, তার স্বামী তালাকপ্রাপ্তা মেয়ে রাবেয়া বেগম শিউলির প্রায় ৬ মাস পূর্বে নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের জোব্বার সাখিদারের প্রবাসি ছেলে মাহবুবুর আলমের সাথে বিয়ে দেয়া হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে পারইল স্বামীর বাড়িতে পারিবারিক কলহের জেরধরে অভিমান করে রাবেয়া বেগম বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে। তাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রাবেয়া বেগম শিউলি মারা যায়।

রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বিটিসি নিউজকে জানান. বিষয়টি এখনও থানায় অবগত করা হয়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.