আদমদীঘিতে বিষপানের ৪দিন পর গৃহবধুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে বিষপানে অসুস্থ্য থাকার ৪ দিন পর আজ শুক্রবার সকালে কাজল (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। কাজল আদমদীঘির মঙ্গলপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলে তদন্তকারী উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান।

পুলিশ বিটিসি নিউজকে জানায়, আদমদীঘির সাওইল গ্রামের জাহিদুলের মেয়ে কাজলের সাথে পাশের মঙ্গলপুর গ্রামের রফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। গত ২৫ নভেম্বর স্বামী স্ত্রীর মধ্যে কলহের জেরধরে গৃহবধু কাজল বিষপান করে। তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ্য হলে ৪দিন পর গতকাল শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কাজলকে তার পিত্রালয় সাওইল গ্রামে নিয়ে যাবার প্রায় ১ঘন্টা পর সে মারা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো:হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.