আদমদীঘিতে বিনা ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় মাঠ দিবস ও রাজস্ব খাতের আওতায় খরিফ-২ মৌসুমে বাস্তবায়িত বিনা ধান-১৭ জাতের নমুনা শস্য কর্তন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে সান্তাহার ইউনিয়নের দমদমা মাঠে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কামরুল আহসান কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন শামছুল কুদ্দুছ, নার্গিছ ফারহানা, আনিছার রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা। অনুষ্ঠানে কৃষকদের এ জাতের ধান চাষাবাদে এগিয়ে আসার আহবান জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.