আদমদীঘিতে বাস ও প্রাইভেট কার সংঘর্ষ আহত-৫


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদুরে যাত্রীবাহি বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে কার যাত্রী শরিয়তপুর জেলার গোশাইহাট উপজেলার পাঁচকাটি গ্রামের রতন ব্যাপারি (৫০), একই উপজেলার চরগোয়ার গ্রামের মনির (৩০) কে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রতন ব্যাপারির অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও কার আটক করেছে। ঘটনাস্থলে থাকা থানার উপ-পরিদর্শক রকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, গুরতর আহত প্রাইভেট কার যাত্রী দুইজন নওগাঁর মহাদেবপুর একটি ইটভাটার শ্রমিক তারা কাজ শেষ করে ঈদ উদযাপনের জন্য ফিরতি প্রাইভেট কার পেয়ে নিজ বাড়ীতে যাচ্ছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.