আদমদীঘিতে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কাজী, পুরোহিত ও শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১০টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মামুনুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন ডা: ওবাইদুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রমূখ। কর্মশালায় বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কাজী, পুরোহিত ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি ও আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.