আদমদীঘিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ নামক বই হস্তান্তর


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত “বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ” নামক বইয়ের এক সেট (১০খন্ড) বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে ।
বইটির লেখকদের মধ্যে একজন সাংবাদিক খায়রুল ইসলাম ১০খন্ডের বই উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের নিকট হস্তান্তর করেন।
গতকাল বুধবার (২৪ ফেব্রয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সাধারণ সভায় এই বইটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সালমা বেগম, থানার ওসি জালাল উদ্দীন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় পাল, সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড, ষামছুল হক, এসএম বেলাল হোসেন, আব্দুল হক আবু, এরশাদুল হক, জিল্লুর রহমান, স্থানীয় সাংবাদিক ও বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক সহ নেতৃবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.