আদমদীঘিতে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান কাজের ভিক্তিপ্রস্থর উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে ফ্লাড সেন্টার হাই স্কুলে বন্যা শ্রবন ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘিতে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্তর ও ফলক উম্মোচন করা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কদমা উচ্চবিদ্যালয়ে এই আশ্রয় প্রকল্পের ভিক্তি প্রস্তর ও ফলক উম্মোচন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি ইউপি সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু।
আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমীর হোসেন, ঠিকাদার হাসানুজ্জামান মামুন, প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, ্ইউপি সদস্য বাবলু প্রমূখ। উল্লেখ্য: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় অধিদপ্তরের ৩ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে এই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান কাজ করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.