আদমদীঘিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১” বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলায় এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৮ ফেব্রয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম, ওসি জালাল উদ্দীন, ১১ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির সরকার, ইউপি চেয়ারম্যান, আব্দুল হক আবু, জিল্লুর রহমান, এরশাদুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, সৈনিক জাকির হোসেন প্রমূখ।
সভায় অত্র উপজেলায় “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১” কর্মসুচী সফল করতে অংম গ্রহনকারিদের আগামী ১৫ ফেব্রয়ারী পর্যন্ত রেজিষ্ট্রেশন করতে আহবানসহ ব্যাপক কর্মসুচী গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.