আদমদীঘিতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি সদরের ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে জনসচেতনতা মূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রোববার বেলা ১১ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এই মহড়া করেন আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ।
মহড়ায় বসতবাড়ি কিংবা শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগলে তৎক্ষনিক ভাবে কি কি ব্যবস্থা নেয়া প্রয়োজন ও আগুন দ্রুত নিভানোর কৌশল প্রদর্শন করা হয়।
আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রেজাউল ইসলাম জানান, যে কোন স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন ০১৭২৬-১৪২৯২৯ নম্বর মোবাইল ফোনে জানানোর জন্য সর্বস্তরের মানুষকে আহবান জানান। এই প্রদর্শিত মহড়া বাসস্ট্যান্ড এলাকার বহুসংখ্যক মানুষ উপভোগ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.