আদমদীঘিতে প্রতারনা মামলায় ঔষধ ব্যবসায়ী ও তার স্ত্রীসহ তিনজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ঢাকার কেরানীগঞ্জ আদালতের প্রতারনা ও হুমকি সংক্রান্ত মামলার গ্রেফতারী পরোয়ানামুলে ঔষধ ব্যবসায়ী মামুনুর রশিদ মুকুল তার স্ত্রী ও ভাগনীকে গ্রেফতার করেছে।

গতকাল মঙ্গলবার রাতে তাদের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকার মৃত হাজেম উদ্দিনের ছেলে ঔষধ ব্যবসায়ী মামনুর রশিদ মুকুল (৫৫) তার স্ত্রী সেলিনা আক্তার পুস্প (৪৫) ও ভাগনী নাজমুন নাহার সাবা (২৬)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চলতি বছর ঢাকার কেরানীগঞ্জ আদালতে বিশ্বাস ভঙ্গ করে প্রতারনা ও হুমকি সংক্রান্ত দায়ের করা একটি মামলায় কেরানীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত উল্লেখিত তিন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

পুলিশ তাদের গ্রেফতার করে আজ বুধবার দুপুরে আসামীদের বগুড়া আদালতে প্রেরন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.