আদমদীঘিতে পুলিশের আগমন টের পেয়ে পালালো ডাকাত দল


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতি কালে পুলিশের টের পেয়ে পালালো একদল ডাকাত। গত শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার চাঁপাপুর-চৌমহনী আঞ্চলিক সড়কের চেঁচুয়ায় বানিয়াগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই সড়কে রাতে আতংকের মধ্যে যানবাহন ও সাধরণ মানুষরা চলাচল করছেন।

স্থানীয়রা জানায়, আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনী আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন ও রাতে বাস. ট্রাক, ইজিবাইক, অটোরিক্সার পাশাপাশি সাধরণ মানুষ চলাচল করে থাকে।

গত শুক্রবার রাত দেড়টার দিকে চেঁচুয়া গ্রামের পাশে বানিয়াগাড়ী নামক স্থানে একদল ডাকাত গাছকেটে রাস্তায় ব্যারিকেট দিয়ে ট্রাকে ডাকাতির চেষ্টা করে।

এসময় আদমদীঘি থানার রাত্রি কালিন টহল পুলিশের আগমন টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.