আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ ৭০ হাজার টাকার মাছ বিনষ্ট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৭০ হাজার টাকার বাজারজাত করেেণর বিভিন্ন প্রজাতির মাছ মরে বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) দিবাগত রাতে আদমদীঘির অদুরে সুদিন আকন্দপাড়া পুকুরে কেবা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে করে।
আদমদীঘির সুদিন গ্রামের ক্ষতিগ্রস্থ মাছচাষী আজাদুল ইসলাম জানান, সুদিন আকন্দপাড়া তার নিজস্ব প্রায় আড়াই বিঘা জমির পুকুরের (জলাশয়) এ রুই কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ করে আসছেন। বর্তমানে মাছ গুলো বাজারজাত করণের উপযুক্ত হয়।
শুক্রবার দিবাগত রাতে কেবা কারা শক্রতামুলক ভাবে উল্লেখিত মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করে।
শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরে রাখা বাজারজাত করণের রুই কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ মরে ভেসে গন্ধের সৃষ্টি করেছে। পরে মরা মাছ মাটি খুরে পুতে রেখে পরিবেশ রক্ষা করা হয়। তার পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৭০ হাজার টাকার মাছ মরে বিনষ্ট করা হয়েছে বলে তিনি দাবী করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.