আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার মাছ বিনষ্ট


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার বাজারজাত করণ মাছ বিনষ্ট করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তরে আব্দুল আজিজ সরদার লিজ নেয়া পুুকুরে এ বিষ দেয়া হয়।
আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের আব্দুল আজিজ জানান, তিনি ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তরে জনৈক লুৎফর রহমান সরকারের ৫ বিঘার পুকুর ৩ বছরের জন্য লিজ নিয়ে সেখানে পাঙ্গাস, কাতলা, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছচাষ করে আসছিলেন।
গত মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে ওই মাছচাষ পুকুরে কেবা কারা বিষ দেয়। এতে পুকুরে লালন পালন করা বাজারজাত করণের প্রায় ১৬ লাখ টাকার পাঙ্গাস, কাতলা, রুই মাগুর মাছ বিনষ্ট করা হয়েছে। এব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.