আদমদীঘিতে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গরমে অতিষ্ঠ হয়ে দল বেঁধে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাত্র ৮ বছর বয়সের তানিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
তানিম আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোছ দীঘিরপাড় গ্রামের বজলুর রশিদের ছেলে।
আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) অতিরিক্ত গরমের কারনে দুপুরে উপজেলার তিলোছ দীঘিরপাড়সহ আশে পাশের পাড়ার বেশ কয়েকজন শিশু জনৈক আজিজুর রহমানের পুকুরে নেমে হৈচৈ করে সাঁতার কেটে গোসল করছিল। গোসলের এক পর্যায়ে তানিম পানির নীচে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ইটের পাকা ঘাটের নীচ থেকে তানিমকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষনা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.