আদমদীঘিতে পিআইও নার্সসহ আরও ৫জন করোনা আক্রান্ত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এক নার্স ও তার স্বামীসহ আরও ৫জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বুধবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। এরা হলেন আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) আমির হোসেন (৪০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মিতু (২৫) ও তার স্বামী রাজু (৪২) ইউ.এন.ও অফিসের প্রোসেস সার্ভার –পিন্টু, ও সাওইল গ্রামের আজিজার রহমান (৬০)।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উল্লেখিত করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গতকাল মঙ্গলবার (৩০ জুন) আজিজার রহমানে নমুনা এবং ২৬ জুন অপর চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এ নিয়ে আদমদীঘি উপজেলায় করোনাভাইরাস আক্রান্তকারির সংখ্যা এখন ১৭জন। তাদের সকলকে নিজ বাড়িতে আইসোলশনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় তার অফিস সাময়িক বন্ধ রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.