আদমদীঘিতে পাঁচ গাঁজা বিক্রেতা ও সেবীর জেল জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে পাঁচজন গাঁজা বিক্রেতা ও সেবনকারীর জেল জরিমানা দেয়া হয়েছে। আজ রোববার (০৯ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যামান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় এই রায় দেন।
ভ্রাম্যামান আদালত সুত্রে জানাযায়, আজ রোববার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘি সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন ফোর্সসহ উপজেলার পোওতা ও ইয়াড কলোনীসহ বিভিন্ন স্থানে মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫জন গাঁজা বিক্রেতা ও সেবনকারিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নীচ পোওতা গ্রামের মমতাজের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), ইয়ার্ড কলোনীর সিরাজের ছেলে বাবু (৩৩), রফিকুল ইসলামের ছেলে রেজাউল (৩৩), বাচ্চু প্রামানিকে ছেলে সাগর (২৬)কে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা কওে জরিমানা এবং রেলওয়ে কলোনীর জহিরের ছেলে রাজু (৩৮)কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.