আদমদীঘিতে পল্লী মুক্তি সংস্থার কর্মশালা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: এনজিও সংস্থা পল্লী মুক্তি সংস্থা আয়োজিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারী) আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনে সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বগুড়ার সহকারি পরিচালক এ এইচ এম রবিউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, পল্লী মুক্তি সংস্থা (পিএমএস)-এর নির্বাহি পরিচালক আবুল কাশেম প্রমূখ।
কর্মশালায় আদমদীঘি উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.