আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএস-এর আটা বিক্রি উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি ভাবে ওএসএম-ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদরের বাসস্ট্যান্ড গোড়গ্রাম রাস্তা ও তালশন মাগুরপট্রি এলাকায় এই আটা বিক্রির উদ্বোধন করেন আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।
আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার জানান, আদমদীঘি উপজেলায় সরকারি ভাবে ন্যায্যমূল্যে আটা বিক্রির জন্য ফরিদ হোসেন ও শাহানা বেগম নামের দুই জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
প্রতিটি নাগরিক তাদের ভোটার আইডির মাধ্যমে এই সব ডিলারের নিকট থেকে ২৪ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে আটা কিনতে পারবেন।
সোমবার সকালে আদমদীঘি উপজেলা সদরের বাসস্ট্যান্ড গোড়গ্রাম রাস্তায় ডিলার ফরিদ হোসেন ও তালশন মাগুরপট্রি এলাকায় ডিলার শাহানা আক্তার এই আটা বিক্রি শুরু করেছেন। এই আটা বিক্রি চলমান থাকবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.