আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নেশার ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে আদমদীঘি উপজেলা হাসপাতাল গেটের পাশে ওয়ালটন প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার নলডুবী গ্রামের আয়নাল হকের ছেলে তানজিল মুত্তাকিন মিশু (২৩) ও আদমদীঘি উপজেলার কড়ই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াসাদিক ইসলাম সজীব (২২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আদমদীঘি উপজেলা হাসপাতাল গেটের পাশে ওয়ালটন প্লাজার সামনে নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশে উল্লেখিত দুই যুবক মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রর উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিক্তিত আদমদীঘি থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করেন। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.