আদমদীঘিতে নির্বাচনের পরে বসতবাড়িতে হামলা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নির্বাচনের পরে বসতবাড়িতে হামলায় জানালা দরজা ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (০৫ জানুয়ারী) রাত ১২টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির শাওইল পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার পঞ্চম ধাপে আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নসরতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কা গোলাম মোস্তফা বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র আনারস মাকা উজ্জল হোসেন অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
বিজয়ী প্রার্থীর কর্মী নুরুজ্জামান জুয়েল ও আবু তালহা জানায়, নির্বাচনের ফলাফল ঘোষনার পর পরই পরাজিত প্রার্থীর কতিপয় সমর্থক লাঠি সোডায় সজ্জিত হয়ে তাদের শাওইল পশ্চিমপাড়া বসতবাড়িতে হামলা চালিয়ে জানালার থাই গøাস ও দরজা ভাংচুরের ঘটনা ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে। এতে তারা ভীত হয়ে পড়ে।
সংবাদ পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনা তদন্তকারি উপ-পরিদর্শক ছোলায়মান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.