আদমদীঘিতে নিমানাধীন মডেল মসজিদ পরিদর্শনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: নায়েব আলী মন্ডল


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নায়েব আলী মন্ডল বলেন, মডেল মসজিদ উপজেলাবাসির ধর্মীয় আচার আচরণ প্রতিফলন ঘটাতে ভুমিকা রাখবে।
মডেল মসজিদটি শতবর্ষের পরিকল্পনা অনুযায়ী নির্মান করা হচ্ছে।
তিনি আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১০টায় আদমদীঘি উপজেলায় নির্মিত মডেল মসজিদ পরিদর্শন কালে এসব কথা বলেন। পরে তিনি বাবা আদম (রহ:) এর মাজার মসজিদ, এতিমখানা পরিদর্শন ও মাজার জিয়ারত করেন।
এরপর যুগ্ম সচিব মো: নায়েব আলী মন্ডল আদমদীঘির তালশন কালি রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবর্গের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শিবেশ কুমার মৈত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, ওসি রেজাউল করিমসহ নেতৃবর্গ।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্যা মনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রফিকুল ইসলামসহ নেতৃবর্গ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.