আদমদীঘিতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা, মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান পিন্টু গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নাশকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা সংক্রান্ত মামলায় পুলিশ গতকাল সোমবার রাতে আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার হোসেন পিন্টু (৫২) কে গ্রেফতার করা হয়েছে। মোজাহার হোসেন পিন্টু সান্তাহারের মফিজ উদ্দীনের ছেলে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফজলুল হক বিটিসি নিউজকে জানান, গত ২ ফেব্রৃয়ারী রাতে সান্দিড়া মাঠে জাতীয় সংসদ নির্বাচন বানচাল, সরকার উৎখাত ও অকার্যকরসহ আদমদীঘির বিভিন্ন স্থানে নৈরাজ্য ভীতিসৃষ্ঠি ও সম্পত্তি বিনষ্ট করতে নাশকতা সৃষ্ঠির পরিকল্পনা করায় ১২ জনের নাম উল্লেখসহ ৪২জনের বিরুদ্ধে একটি নাশকতা সৃষ্ঠি মামলা হয়। এ মামলায় গত সোমবার রাতে মোজাহার হোসেন পিন্টুকে গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো:হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.