আদমদীঘিতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিখা খাতুনকে (২৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আদমদীঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৩০পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিখা খাতুন পাবনা সদরের চরবাঙ্গাবাড়িয়া গ্রামের সিরাজ প্রামানিকের মেয়ে ও মিলন হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় আদমদীঘির নসরতপুর রেলওয়ে স্টেশনের পাশে মাদক বেচা-কেনা করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রি করার সময় শিখা খাতুনকে আটক করে এবং তার নিকট থেকে বিশেষ কায়দায় রাখা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ওই দিন দুপুরে গ্রেপ্তারকৃত শিখা খাতুনের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.