আদমদীঘিতে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ, বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, পরিসংখ্যান অফিসার লাইলা আরজুমান বানু, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন প্রমূখ।
সভাশেষে সালাম বেগম চাপা, পিয়ারা বেগম, মোসলেমা খাতুন, হামিদা বেগম ও বুলবুলি বেগম এই ৫জন জয়িতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.