আদমদীঘিতে নারী ও শিশু নির্যাতন মামলায় চাঁপাপুর ইউপি আওয়ামীলীগের সম্পাদক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে উজ্জল হোসেনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। উজ্জল হোসেন উপজেলার বিহিগ্রাম পশ্চিমপাড়ার আব্দুর রশিদের ছেলে ও চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।

পুলিশ বিটিসি নিউজকে জানায়, বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাাইব্যুনাল-২ উজ্জল হোসেনের বিরুদ্ধে জিআর- ১০/১৮ মামলায় সম্প্রতি গ্রেফতারী পরোয়ানাজারি করেন। সে পলাতক থাকায় গতকাল রবিবার বিকেলে উজ্জলকে বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.