আদমদীঘিতে নতুন ৪ জনসহ ১০২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু-১


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় নতুন করে সিনিয়র স্টাফ নার্সসহ আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় এ পর্যন্ত ১০২ জন পুরুষ ও নারী করোনা আক্রান্ত ও শীতলাই গ্রামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকদিন আগে তিনি মারা যান।

নতুন করোনা আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার স্টাফ নার্স আফরোজা বেগম, রুমিছা খাতুন, মিডওয়াইফ (ধাত্রি) মিতু খাতুন ও স্বাস্থ্য সহকারি সাখওয়াত হোসেন। আক্রান্তদের বাড়িতে আইসোলশনে চিকিৎসা দেয়া হচ্ছে।

১০২জন করোনা আক্রন্তদের মধ্যে ইতিমধ্যে ৪০জন সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে বলে গতকাল সোমবার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: ফজলে রাব্বি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সরকারী বিধি মোতাবেক উপজেলাবাসীর সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবনতা কমে যাওয়ায় করোনা সংক্রমনের প্রাদুর্ভাব বেশী লক্ষ্য করা যাচ্ছে। তিনি সকল নাগরিকগনকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.