আদমদীঘিতে নতুন নির্মিত জামে মসজিদ উদ্বোধন করেন সংসদ সদস্য


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি সদর ইউনিয়নের পাইকপাড়া পশ্চিমপাড়ায় একটি ওয়াক্তিয়া খানাকে নতুন ভাবে নির্মিত পুনাঙ্গ জামে মসজিদ হিসাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে এই জামে মসজিদটি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।
পাইকপাড়া জামে মসজিদের সভাপতি ইউপি সদস্য হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন. উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান পিন্টু, আদমদীঘি উপজেলা আওয়ামীরীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সহকারি অধ্যাপক (অব:) গোলাম মোস্তফা, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক ফিরোজ আহম্মেদ, গৃহ নির্মান শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় শেষে মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া ভেড়ামারা কারিকর পাড়া জামে মসজিদের খতিব মাওঃ শিবলু আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.