আদমদীঘিতে ধর্ষনের চেষ্টা মামলার আসামী দুপ্রক সভাপতিকে পুলিশ ১০ দিনেও গ্রেফতার করতে পারেনি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা মামলার এজাহাভুক্ত আসামী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফতাব হোসেন ওরফে বাবু (৪৮) কে পুলিশ ১০ দিনেও গ্রেফতার করতে পারেনি।

আসামী গ্রেফতার না হওয়ায় ভিকটিমের স্বামী শাহিন ক্ষোভ প্রকাশ করেন। এদিকে ধর্ষনের চেষ্টা মামলার আসামী হয়েও আফতাব হোসেন বাবু উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসাবে বহাল রয়েছে। সে ঐ পদে থাকতে পারবে কিনা এ নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখ্যঃ আদমদীঘি থানার পশ্চিম পার্শ্বের উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)‘র সভাপতি আফতাব হোসেন ওরফে বাবু জনৈক আয়েন উদ্দিনের বাসায় ভাড়া থাকেন।

গত ১৮ অক্টোবর বেলা ১২টায় বাদিনী উক্ত গৃহবধু আফতাব হোসেন বাবুর বাসায় ফ্রিজে রেখে আসা মাছ নিতে গেলে সে (আফতাব হোসেন বাবু ) তার শয়ন ঘরের দরজা বন্ধ করে ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদি হয়ে আদমদীঘি শিবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আফতাব হোসেন ওরফে বাবুকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।আফতাব হোসেন বাবু উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি।

মামলার তদন্তকারি উপ-পরিদর্শক আবু সাইদ বিটিসি নিউজকে জানান, আসামী আত্মগোপনে থাকায় গ্রেফতারে কিছু বিলম্ব হচ্ছে। তাকে গ্রেফতার তৎপরতা চালানো হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.