আদমদীঘিতে দুর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপুন ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্ততি সভা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় শান্তিপুন ও সুষ্ঠ ভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৪ অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সম্পাদক মিহির সরকার, প্রদীপ ভৌমিক, চন্দন কুন্ডু, সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ন ও সুষ্ঠ যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য: অত্র উপজেলার এবার ৬৪ মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে সরকারি ভাবে ৫০০ কেজি করে চালের ডিও বিতরণ করেন প্রধান অতিথি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.