আদমদীঘিতে দুই লক্ষাধিক আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাড়ির উঠানে হাউজ তৈরী করে অবৈধ ভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের চাষ করার সময় প্রায় দুই লক্ষাধিক পোনামাছ জব্দ করে মাটিতে পুতে ধংস করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি সদরের পাল্লা গ্রাম থেকে এসব নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়। অভিযানের সময় পোনা মাছ চাষকারি তবিবর রহমান পালিয়ে যায়। এসময় আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল উপস্থিত ছিলেন।
জানাযায়, আমদীঘির সদর ইউনিয়নের পাল্লা গ্রামের তবিবর রহমান তার বাড়ির উঠানে হাউজ তৈরী করে অবৈধ ভাবে আফ্রিকান মাগুর মাছের পোনা চাষ করে উত্তারঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে আসছিল।
বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে সন্ধ্যায় পাল্লা গ্রামের তবিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে উঠানে চাষ করা দুই লক্ষাধিক বিক্রি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেন। পরে জব্দ করা পোনা মাছ মাটির নিচে পুতে ধংস করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.