আদমদীঘিতে দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনকে অবহিত করন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। বেলা ১০টায় র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব ও মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আরাফাত রহমান, সিনিয়র এএসপি আলমগীর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, জেলা পরিষদ মহিলা সদস্যা ও আওয়ামীলীগের সভানেত্রী মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমেদ, উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান প্রমূখ। উৎসবে উপজেলা শিল্পকলা একাডেমী, বাউল শিল্পী গোষ্টীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় মনোঞ্জ সংগীত পরিবেশন করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.