আদমদীঘিতে দিনের বেলা বাড়িতে চুরি পিতাপুত্র গ্রেফতার চোরাই স্বর্ণলংকার উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির ছাতিয়ানগ্রামে দিনের বেলা বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিপুল মালামাল চুরির ঘটনার ৭ ঘন্টার ব্যবধানে পিতাপুত্রসহ দুই চোরকে আটক ও চোরই মালামাল উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো সান্তাহার হাউজিং কলোনীর সোহরাব বেপারির ছেলে রেজাউল ইসলাম (৫২) ও তার ছেলে ফিরোজ (১৯)। তারা পাবনা থেকে সান্তাহার শহরে ভাসমান হিসাবে বসবাস করতো। এ ঘটনায় ছাতিয়ানগ্রামের আনোয়ার হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বিটিসি নিউজকে জানান, গতকাল বুধবার বিকেল ৪টা আদমদীঘির ছাতিয়ানগ্রামে আনোয়ার হোসেন তার পরিবার নিয়ে অন্য বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে পুরাতন পরিত্যক্ত ফেলে দেয়া প্লাষ্টিকের বোতল ও কাজগপত্র বস্তা নিয়ে কুড়াতে যাওয়া কোটাই গ্রেফতারকৃত পিতা পুত্র ওই বাড়িতে প্রাচীর টপকিয়ে প্রবেশ করে শয়ন ঘরের আলমারী ভেঙ্গে নগদ ১৩ হাজার টাকা ও ১ লাখ ৮ হাজার ২শ টাকার স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়।
এরপর খোঁজাখুজির এক পর্যায়ে প্রায় ৭ ঘন্টা পর সান্তাহার মালগুদাম এলাকার হাউজিং কলোনীর বাসা থেকে রেজাউল ইসলাম ও তার ছেলে ফিরোজকে অটক করার পর চোরাই সমস্ত স্বর্ণালংকার উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তবে টাকা এখনও উদ্ধার হয়নি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.