আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় ৪র্থ শ্রেনির ছাত্রকে মারধর


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে কাতার প্রবাসির ছেলে আবু মুসা (১০) ৪র্থ শ্রেনির স্কুল ছাত্রের খাতায় একই ক্লাশের ছাত্রী “মুসা দুষ্ট” কথা লেখা নিয়ে বিরোধে ছাত্রীর দাদা করিম মন্ডল ছাত্র আবু মুসাকে বেদম মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। অসুস্থ্য ওই ছাত্রকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ জুন) বিকেল ৩টায় আদমদীঘির নসরতপুর ইউপির পুশিন্দা কোলাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রের মা বিচার চেয়ে জনপ্রতিনিধিদের নিকট ধণা দিয়েও কোন ফল পাননি।
জানাযায়, আদমদীঘির বিষ্ণুপুর গ্রামের কাতার প্রবাসি ওমর ফারুকের ছেলে পাশের পুশিন্দা কোলাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনিতে পড়াশুনা করে। একই গ্রামের উজ্জলের মেয়ে একই ক্লাশের ছাত্রী (১০) রোববার বিদ্যালয়ে আবু মুসার খাকায় “মুসা দুষ্ট” কথাটি লিখলে মুসা ক্ষিপ্ত হয়ে ছাত্রীর সাথে বাকবিতন্ডার জড়িয়ে পড়ে।
এসময় বিদ্যালয়ের পাশ দিয়ে যাবার সময় ওই ছাত্রীর দাদা করিম মন্ডল বিষয়টি জানার পর ছাত্র আবু মুসাকে বেধর মারধর করে। এতে আবু মুসা অসুস্থ্য হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আবু মুসার দাদী ফরিদা বেগম ও মা মাহফুজা জানায়, খাতায় লেখার প্রতিবাদ করায় তার ছেলেকে মারধর করা হয়েছে।
তারা বিচার চেয়ে প্রধান শিক্ষক, স্থানীয় ইউপি সদস্যসহ জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। ছাত্রীর দাদা করিম মন্ডল বলেন, তর্ক করায় থাপ্পর মারি আবু মুসাকে। প্রধান শিক্ষক শামিম আহমেদ “মুসা দুষ্ট” কথা লেখা বিষয়টি মিমাংসা করা হয়েছে। তবে বিদ্যালয়ে বাহিরে কি ঘটেছে তা জানা নেই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.