আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আদমদীঘিতে চোলাই মদ সেবনের অপরাধে তিন মাদকসেবীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৮ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং প্রত্যেকের ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের আব্দুল জলিলের ছেলে নয়ন (৪২), সান্তাহার বাজার এলাকার বনবাশী রায়ের ছেলে শিবু রায় (৫৮) ও বশিপুর আদর্শপাড়ার মৃত ময়েজ উদ্দিনের ছেলে সুমন প্রামানিক (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য চোলাই মদ সেবন করার অপরাধে উল্লেখিত তিন জনকে আটক করা হয়।
এরপর আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নয়ন, ও শিবু রায়ের তিন মাসের এবং সুমন প্রামানিকের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। ওইদিনই দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.