আদমদীঘিতে তিন দিনব্যাপি গ্রাম পুলিশদের প্রশিক্ষন সমাপ্ত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত এবং উপজেলা প্রশাসনের সহায়তায় গ্রাম পুলিশগণের জন্য “আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক” তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনি ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১১ ফেব্রয়ারী) বেলা ৩ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকা মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, কোর্স সমন্বয়কারি আদমদীঘি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক প্রমূখ।
উল্লেখ্য: গত ৯ ফেব্রয়ারী থেকে আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৫২জন গ্রাম পুলিশ সদস্যরা এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.