আদমদীঘিতে ডাকাতি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ একটি ডাকাতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মজনু (৪৫) কে গ্রেফতার করেছে।

সে উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামের আনছার আলীর ছেলে। গতকাল শুক্রবার রাতে সাওইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডকাতি মামলা ছাড়াও তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানায়।

পুলিশ জানায়, আদমদীঘি থানার ২০০৬ সালের একটি ডাকাতি মামলায় একই সালে বগুড়ার অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আসামী মজনু‘র অন্পুস্থিতিতে বিচারকার্য করে দ্রুত বিচার আইনে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রায়ের পর থেকেই মজনু পলাতক ছিল।

গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক ছোলায়মান আলী সাওইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পরদিন আজ শনিবার আদালতে প্রেরন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.