আদমদীঘিতে ডাকাতি প্রস্ততি কালে অস্ত্রসহ গ্রেফতার-৫


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্ততি কালে পাঁচ ডাকাতকে গ্রেফতার ও তাদের নিকট ব্যাটারী চালিত চার্জার টমটম, ধারালো অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে আদমদীঘির পোওতা রেলগেটের পাশে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর অরদি প্রামানিকের ছেলে আব্দুস সালাম (৩০), বোরহান হোসেনের ছেলে সম্রাট (২৮), হাউজিং কলোনীর আলমের ছেলে সুজন (৩০), বড় মালশন ফকির পাড়ার ইউনুছ আলীর ছেলে মোতালেব (২৫) ও নওগাঁ সদরের খাগরা বটতলির হাবিবের ছেলে কালাম ওরফে জামাল (২২)।
এ ব্যাপারে আজ সোমবার দুপুরে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক উজ্জল মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিটিসি নিউজকে জানান, রোববার সান্তাহার ফাঁড়ি পুলিশ রাত্রি কালিন পাহারার সময় জানতে পারেন যে, উপজেলার পোওতা রেলগেটের পাশে কয়েক জন ব্যক্তি ডাকাতি প্রস্ততি নিচ্ছে। এসময় টহল পুলিশ ফোর্সসহ পোওতা রেলগেটের পাশে অভিযান চালিয়ে ৫জন ডাকাতকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোচার্জার (টমটম), একটি ২৪ ইঞ্চি ধারালো হাসুয়া, একটি ১১ ইঞ্চি ছোড়া, ৪টি মোবাইল ফোন ও দড়ি উদ্ধার করা হয়। আজ সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.