আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ তিন জন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজলার সান্তাহারে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। সোমবার (১৯ জুন) দিবাগত রাত ৩টায় সান্তাহার সাহেবপাড়ারস্থ পরিত্যক্ত রেলওয়ে রেস্ট হাউজের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার জাগেরশ্বর হঠাৎপাড়া এলাকার মৃত জব্বার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) কিত্তীপুর গ্রামের বদির উদ্দীন ফকিরের ছেলে আজাদুল ইসলাম (৪৪) ও হাট নওগাঁর রিয়াজ উদ্দীন শেখের ছেলে আজিজুল হক খোকন (৪২) । এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় সাহেবপাড়াস্থ একটি পরিত্যক্ত রেস্ট হাউজের কাছে উল্লেখিত ব্যক্তিরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে এসআই মেহেদী হাসান ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ধারালো বার্মিজ ফোল্ডিং চাকু, হাসুয়া, লোহার রড, হাতুড়ী, রশি উদ্ধারসহ একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিটিসি নিউজকে জানায়, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.