আদমদীঘিতে ট্রাক বিক্রির কথা বলে সৌদি প্রবাসিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত আটক-৩


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফারুক হোসেন (৪৫) নামের এক সৌদি থেকে ছুটিতে আসা ব্যক্তিকে ট্রাক বিক্রির কথা বলে ডেকে নিয়ে উপযুপুরি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে।
আহত সৌদি প্রবাসি ফারুক হোসেনকে গ্রামবাসি উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তার করা হয়।
বুধবার (২২ নভেম্বর) আদমদীঘি উপজেলার ডুমুরীগ্রাম বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন উপজেলার ডহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গ্রামবাসি হামলাকারি আদমদীঘি উপজেলার তিলোছ কান্ডার পাড়ার মুক্তার হোসেনের ছেলে আতিকুল ইসলম (১৬), তিলোছ জয়দেবপুরের আনোয়ার হোসেনের ছেলে পারভেজ (১৫) ও ডহরপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে নাফিউল ইসলাম (১৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে সৌদি আরব থেকে ছুটিতে আসা ফারুক হোসেন একটি ট্রাক কেনার জন্য খোঁজ করছিল। এসময় আটক ওই তিন কিশোরদের সন্ধানে ট্রাক বিক্রি আছে বলে ফারুক হোসেনকে ডেকে প্রথমে আদমদীঘির মুরইল বাজারে নিয়ে যায়। সেখান থেকে বিকেল ৫টায় ওই তিনজন মোটরসাইকেল যোগে ফারুক হোসেনকে ট্রাক দেখানোর কথা বলে নসরতপুর ইউপির ডুমুরীগ্রাম বটতলা নামক স্থানে নিয়ে যায়। এরপর কৌশল ট্রাক না দেখিয়ে সৌদি ফেরত ফারুক হোসেনকে উপযুপুরি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। এসময় তার চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে এসে ওই তিন কিশোরকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলটি জব্দ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.